কে আপনার Facebook প্রোফাইল চেক করছে?

বর্তমানে আমরা প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াতে অনেকটা সময় ব্যয় করে থাকি। কারণ সোশ্যাল মিডিয়া এখন একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার একটি মাধ্যম হয়ে উঠেছে।

কয়েকটি টিপস মেনে চললেই ফেসবুকের ইউজাররা জানতে পারবেন, কে তাঁদের প্রোফাইলের উপরে নজর রাখছেন

ইউজারদের ডেস্কটপ বা ল্যাপটপে নিজেদের ফেসবুক প্রোফাইল ওপেন করতে হবে। এরপর ইউজারদের Control+U তে ক্লিক করতে হবে।

ফেসবুকের ভিউপেজ ওপেন হওয়ার পর একসঙ্গে Control+F-এ ক্লিক করতে হবে। এখানে ইউজারদের Buddy_id লিখতে হবে।

এরপরে সার্চ করার পরে অনেকগুলি সার্চ দেখা যাবে। যার পাশে কোড দেখা যাবে। সেই কোড কপি করতে হবে।

এই সমস্ত প্রক্রিয়ার পরে একটি পৃথক ট্যাব খুলে Facebook.com/ লিখে সেই কোড পেস্ট করতে হবে।

এরপর এন্টার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টকারের প্রোফাইল ইউজারদের সামনে চলে আসবে।

এই প্রক্রিয়াটির মাধ্যমে ইউজাররা কেবলমাত্র সেই ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাবেন, যাঁরা ফেসবুকে তাঁদের ফ্রেন্ড লিস্টে রয়েছেন।

Floral Pattern
Floral Pattern

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন