ভাল কাঁঠাল চিনুন এইভাবে

কাঁঠাল ভাল হবে তো? বাজারে গিয়ে ঠকতে হবে না, জেনে নিন মিষ্টি, টাটকা কাঁঠাল কেনার টিপস

কাঁঠালের উপরিভাগ যদি গাঢ় সবুজ তা হলে বুঝতে হবে কাঁঠালটি এখনও পাকেনি

কাঁঠালের রং যদি হলুদ হয় তা হলে সেই কাঁঠালটি পাকা

কাঁঠাল চেনার আরও একটি উপায় হল গন্ধ পরীক্ষা

যদি কাঁঠাল পাকা হয়, তবে মিষ্টি একটা গন্ধ আসবে, কাঁঠালের গন্ধ অত্যন্ত তীব্র ও সুমিষ্ট

যদি কাঁঠাল পাকা হয়, তবে মিষ্টি একটা গন্ধ আসবে, কাঁঠালের গন্ধ অত্যন্ত তীব্র ও সুমিষ্ট

খুব বেশি নরম কিংবা তুলতুলে কাঁঠাল কেনা থেকে বিরত থাকুন

এমন কাঁঠালের ভেতরের কোয়াগুলোও বেশি নরম থাকে।

হাঁসফাঁস গরমে ঘোরার সেরা ঠিকানা হতে পারে এই জায়গা