মানুষের শরীরে নোংরা অংশ কোনটি?

আমাদের শরীরে এমন অনেক ঘটনা ঘটে, এমন অনেক অজানা কথা লুকিয়ে আছে, যা আমরা অনেকেই জানি না।

একটি গবেষণা থেকে নাকি জানা গিয়েছে এখানে প্রায় ৬৭ রকমের ব্যাকটিরিয়া থাকে।

বিজ্ঞান বলে নাভি আসলে শরীরের একটি ক্ষত।

জন্মের সময় শিশুকে মায়ের থেকে পৃথক করার সময়ই তৈরি হয় এই ক্ষত।

শরীরের ভারসাম্য রাখতে এবং অন্যান্য অঙ্গের স্বাস্থ্যও নির্ভর করে নাভির উপর।

কিন্তু এই অংশ অপিরচ্ছন্ন হয়ে পড়লে সমস্যা বাড়তে পারে। কিন্তু কেন নাভি থেকে এত দুর্গন্ধ বেরোয়।

শরীরের মৃত কোষ নাভিতে গিয়ে জমা হয় যার জন্য দুর্গন্ধ বেরোয়।

তাই স্নানের সময়ে নাভিকে বিশেষ ভাবে পরিষ্কার রাখুন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন