বাহারি রঙের গাড়ি দেখতে কার না ভাল লাগে! অনেকেরই নিজের গাড়ির শখ। তবে গাড়ি মানে কিছুটা জীবনের ঝুঁকিও বটে!

জানেন কি, কোন রঙের গাড়িতে দুর্ঘটনার সম্ভাবনা বেশি! 'মানি সুপার মার্কেট'-এর এক সমীক্ষার রিপোর্ট জানাল বড় তথ্য।

সমীক্ষার রিপোর্ট বলছে, কালো রঙের গাড়িতে দুর্ঘটনার সম্ভাবনা বেশি।

কারণ রাতের বেলা কালো গাড়ি দুরন্ত গতিতে থাকলে উল্টোদিকের গাড়ি অনেক সময় ঠিক করে দেখতে পায় না।

সমীক্ষার রিপোর্ট বলছে, সাদা রঙের গাড়িতে দুর্ঘটনার সম্ভাবনা সব থেকে কম।

মোনাশ বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সমীক্ষা বলছে, হলুদ, কমলা রঙের গাড়িতে দুর্ঘটনার সম্ভাবনা তুলনামূলক কম।

সমীক্ষার রিপোর্ট আরও বলছে, কালো ছাড়াও রূপোলি ও ছাই রঙের গাড়ির দুর্ঘটনার সম্ভাবনা বেশি।

যদিও কালো রঙের গাড়ির প্রতি অনেকেরই আকর্ষণ বেশি।

অনেকের অবশ্য সদা বা নীল, লাল রঙের গাড়ির প্রতিও ভালবাসা থাকে।

বিশেষ দ্রষ্টব্য- মদ্যপান করে গাড়ি চালানো আইনত দন্ননীয়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন