চোখ লাল মানেই জয়বাংলা নয়! বাড়ছে ভয়!

হঠাৎ চোখ লাল হয়ে যাওয়া এই রোগের প্রধান উপসর্গ।

এই  রোগ প্রথমে শিশুদের সংক্রমিত করে। তারপর  ছড়িয়ে পড়ে প্রাপ্তবয়স্কদের মধ্যে।

ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের ঘটনা হঠাৎ করে বেড়েছে। যা জয়বাংলার থেকে আলাদা!

চোখ লাল বা গোলাপি হয়ে যাওয়া, জ্বালা বা চুলকানি, চোখ থেকে জল পড়া, চোখের ভিতর কটকট করা, চোখ ফুলে যাওয়া এই রোগের লক্ষণ

এই রোগ খুবই সংক্রামক। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।

রোগ থেকে বাঁচতে পুষ্টিকর খাদ্য গ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রয়োজন।

নোংরা হাতে চোখ ঘষা, অন্যের তোয়ালে, রুমাল বা অন্য জিনিস ব্যবহার করলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে।

বাড়িতে কারও সংক্রমণ হয়ে থাকলে তাঁর থেকে নিরাপদ দূরত্ব রখতে হবে। হাত না ধুয়ে চোখ স্পর্শ করা যাবে না। ডাক্তারের পরামর্শ নিন!

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন