সোনার গয়না কিনে ভুল করছেন ?

বিনিয়োগের অন্যতম জনপ্রিয় এবং সেরা বিকল্প হল সোনা।

প্রাচীন কাল থেকেই সোনায় বিনিয়োগের চলে আসছে। তবে সোনায় বিনিয়োগের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা উচিত।

আসলে বেশিরভাগ বিনিয়োগকারীই ফিজিক্যাল গোল্ডে বিনিয়োগ করে থাকেন। যেটা একেবারেই ঠিক নয়।

এর সঙ্গে জড়িয়ে থাকে একাধিক ঝুঁকিপূর্ণ বিষয়।

সোনার গহনা কিংবা মুদ্রা কোথায় গচ্ছিত রাখা যায়, সেই সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন।

সোনার বিশুদ্ধতা একটা বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বহু সময় আগে থেকেই।

তবে পেপার গোল্ডে বিনিয়োগ করা হলে সোনার বিশুদ্ধতা নিয়ে আর ভাবতে হবে না।

ফিজিক্যাল গোল্ড বিনিয়োগকারীর সঙ্গে থাকায় তা রিটার্ন দিতে পারে না।

সোনার গহনার মতো সম্পদ চুরি-ডাকাতিও হতে পারে।

তাই ফিজিক্যাল গোল্ডে বিনিয়োগ করার তুলনায় ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করা নিরাপদ বলে গণ্য করেন বিশেষজ্ঞরা।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন