হাতের কাছে থাকা চার উপাদানই মাকড়সার যম

দারচিনি মাকড়সা তাড়ানোর পক্ষে কার্যকরী।

বাড়ির যে কোণগুলিতে মাকড়সা জাল ছড়াচ্ছে, সেই জায়গাগুলি দারতচিনি গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।

বাড়ির যে কোণগুলিতে মাকড়সা জাল ছড়াচ্ছে, সেই জায়গাগুলি দারুচিনি গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।

বাড়ির যে কোণগুলিতে মাকড়সা রয়েছে, সেখানে তামাক রাখা যেতে পারে।

সাদা ভিনিগারের গন্ধ খুবই তীব্র। এটি ব্যবহার করেও মাকড়সা তাড়ানো যেতে পারে।

মাকড়সা জালে এটি ছিটিয়ে দিলে সেটি আর থাকে না।

লেবু, কমলালেবুর খোসাও মাকড়সা তাড়ানোর কাজে লাগে।

টক জিনিসের গন্ধ মাকড়সা সহ্য করতে পারে না। এগুলিও তাই কাজে লাগতে পারে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন