কোন দেশে সরকারি ছুটি সবথেকে বেশি, ভারতের স্থান কত নম্বরে, রইল প্রথম ১০-এর তালিকা

বেশির ভাগ দেশের সরকারি ছুটির ক্ষেত্রে ধর্মীয় উৎসব, স্বাধীনতা দিবস, নিউ ইয়ারকে গুরুত্ব দেওয়া হয়।

বছর সবথেকে বেশি সরকারি ছুটি নেপাল ও মায়ানমারে। ৩৫টি ছুটি নেপাল ও ৩২টি মায়ানমার।

সরকারি ছুটির নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন ইরান। মধ্য প্রাচ্যের এই দেশে বছে সরকারি ছুটির সংখ্যা ২৬ দিন।

এরপর রয়েছে শ্রীলঙ্কার নাম। ২৫ দিন ছুটি রয়েছে সেখানে। বর্তমানে আর্থিক পরিস্থিতির কারমে কিছু ছুটি কমানো হয়েছে।

সরকারি তরফে বেশি ছুটি দেওয়ার দেশগুলির তালিকায় নাম রয়েছে মিশর ও লেবাননেরও। পিরামিডের দেশে জাতীয় ছুটি থাকে ২২ দিন।

এরপর রয়েছে আমাদের দেশ ভারত। তথ্য অনুযায়ী ভারতে মোট সরকারি ছুটির দিন হল ২১টি।

বছরে ১৯ দিন সরকারি ছুটি থাকে লেবাননে। এশিয়ার অন্যতম উন্নত দেশ জাপানে সরকারি ছুটির পরিমাণ ১৬ দিন।

ইউরোপের দেশগুলিতে সরকারি ছুটি অপেক্ষাকৃত কম। ইংল্যান্ডে মোট সরকারি ছুটি ৯-১০ দিনষ অস্ট্রিয়াতে মোট সরকারি ছুটি ১৪ দিন।

১৪ দিন সরকারি ছুটি থাকে আমেরিকায়। আরও ৭টি ছুটি পেয়ে থাকে তারা। অপরদিকে লাতিন আমেরেকিরা কলম্বিয়ায় সরকারি ছুটি ১৮টি।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন