রতন টাটাকে বিরাট সম্মান দেবে ইস্টবেঙ্গল।

জিন্সের প্যান্ট খুব বেশি কাচতে নেই। এতে ক্ষতি ফেবরিক-এর ক্ষতি হতে পারে।

ফ্যাশন এক্সপার্টরা বরাবর বলে এসেছেন, খুব বেশি কাচতে নেই জিন্স।

এখন বাজারে অনেক রঙের, অনেক রকমের জিন্স পাওয়া যায়। বেশিরভাগ কমবয়সী এখন জিন্স পরতেই ভালবাসেন।

অনেকেই জিন্স একবার বা দুবার পরার পরই ধুয়ে ফেলেন। এটা একেবারেই ঠিক নয়।

অনেকেই জিন্স একবার বা দুবার পরার পরই ধুয়ে ফেলেন। এটা একেবারেই ঠিক নয়।

জিন্স কতদিন পর ধুতে হয়, এই প্রশ্নের ক্ষেত্রে নানা মুনি নানা মত রয়েছে।

অনেকে বলেন, জিন্স আবিষ্কার হয়েছিল বহুদিন না কেচে পরার প্যান্ট হিসেবে। 

জিন্স প্রস্তুতকারক সংস্থা লিভাইস-এর সিইও নিজের জিন্স ১০ বছর কাচেননি।

জিন্স যত কম ধোয়া হবে, ততই সেটির রঙ ভাল থাকবে। জিন্সের উপর অবশ্য আবহাওয়ারও প্রভাব পড়ে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন