দরবেশের স্বাদ পাবেন বাড়িতেই, শিখে নিন সহজ রেসিপি

পুরুলিয়া জেলার অন্যতম একটি বিখ্যাত মিষ্টি হল দরবেশ

এটি ছানা দিয়ে তৈরি হয় না এটি তৈরি হয় সেউ ও চিনি দিয়ে

প্রথমে মসলা ও লবন ছাড়া ব্যাসনের সেউ ভাজা করা হয় 

তারপর সেই ভেজে রাখা সেউগুলি গরম চিনির রসে ভিজানো হয়

এরপর সমস্ত মিশ্রণটি একটু ঠান্ডা হলে লাড্ডুর আকার দেওয়া হয়

একবারে ১০০ থেকে ১৫০ পিস দরবেশ বানানো সম্ভব হয় 

সারা বছরই এই মিষ্টির চাহিদা কম বেশি থাকলেও 

দূর্গাপূজো, কালীপুজো, মনসা পুজোর দিনগুলোতে এই মিষ্টির ব্যাপক চাহিদা বাড়ে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন