হেঁশেলে আঁশটে গন্ধ সহজেই হবে দূর!

কর্পূরের সাহায্যে রান্নাঘরের দুর্গন্ধ দূর করা যায়। ছোট ছোট কাপড়ে কয়েক টুকরো কর্পূর রেখে রান্নাঘরের নানা কোণে রেখে দিতে হবে।

১০ দিন পর পর সেই কর্পূর বদলে দিতে হবে।

রান্নাঘর ভাল করে পরিষ্কার করে নিয়ে কয়েকটি কাপড়ের টুকরোকে এসেনশিয়াল অয়েলে চুবিয়ে নিতে হবে।

তার পর সেই টুকরোগুলিকে রান্নাঘরের নানা জায়গায় রেখে দিতে হবে। দু'দিন অন্তর সেই কাপড় বদলাতে হবে।

বেকিং সোডাও রান্নাঘরের দুর্গন্ধ দূর করতে কার্যকরী। একটি স্প্রে বোতলে জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিতে হবে।

সেই মিশ্রণটি রান্নাঘরে ছিটিয়ে দিলে দুর্গন্ধ আর থাকে না।

লেবু বা কমলালেবুর খোসাও কাজে লাগতে পারে। একটি পাত্রে জলের সঙ্গে সেই খোসা ফুটিয়ে নিতে হবে।

তার সঙ্গে যোগ করতে হবে দারচিনি গুঁড়ো। সেই মিশ্রণ একটি স্প্রো বোতলের সাহায্যে সেই মিশ্রণ রান্নাঘরে ছিটিয়ে দিতে হবে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন