ফুটবল ইতিহাসে একটি ম্যাচে সর্বাধিক কত গোল হয়েছিল, স্কোর আপনার কল্পনারও বাইরে

বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলাগুলির মধ্যে অন্যতম ফুটবল। এই খেলার উন্মাদনাই আলাদা।

২০০২ সালে হয়েছিল একটি ফুটবল ম্যাচ। যেই ফুটবলের ইতিহাসে একটি ম্যাচে সবথেকে সর্বাধিক গোল হয়েছিল।

২০০২ সালের ৩১ অক্টোবর মাদাগাস্কারে মুখোমুখি হয়েছিল সেখান প্রথম সারির দুই ক্লাব এএস আডেমা ও সো আই এমিনেরনে।

সেই ম্যাচে গোলের সংখ্যা কত তা জানলে চমকে যেতে পারেন। এএস আডেমা ১৪৯ গোল করে ম্যাচ জেতে।

আসলে মাঠে সো আই এমিনেরনের প্লেয়ার সেদিন মাঠে বল পায়ে লাগায়নি। প্রতিপক্ষ দলকে বাধাও দেয়নি।

এএস আডেমা নিজেরাই প্রতিবার গোলের মুখে নিয়ে গিয়ে গোল করেছে। আবার বল সেন্টারে নিয়ে এসে খেলা শুরু করেছে।

সো আই এমিনেরনে-র এটা ছিল রেফারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ। তাদের আগের কয়েকটি ম্যাচে রেফারিং তাদের বিরুদ্ধে গিয়েছিল।

তারই প্রতিবাদে তারা ওই ম্যাচে বল পায়ে ঠেকায়নি সো আই এমিনেরনে-র প্লেয়াররা। নির্ধারিত সময় ১৪৯ গোল করেছিল এএস আডেমা।

সেই ম্যাচে পর দুই দশকের বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু সেই এক ম্যাচে ১৪৯ গোলের রেকর্ড এখনও অটুট থেকে গিয়েছে ফুটবল ইতিহাসে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন