জিয়াগঞ্জে অরিজিতের বাড়ির সামনে জল আর নকুলদানা রাখা কেন?

জিয়াগঞ্জের গর্ব অরিজিৎ সিং। সারা দেশের জনপ্রিয়তম সঙ্গীতশিল্পী, অনুরাগী সংখ্যা গুনে শেষ করা যায় না।

তা সত্ত্বেও শিকড়ের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকতেই ভালবাসেন তিনি। জিয়াগঞ্জের প্রতিবেশীরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

সম্প্রতি জানা গেল, অরিজিতের দোরগোড়ায় নাকি জলের পাত্র আর নকুলদানা রাখা।

প্রচণ্ড গরমে যখন মানুষ নাজেহাল, তখন মানুষের সেবার জন্য এই সিদ্ধান্ত অরিজিতের।

তাঁর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময়ে গরমে বিধ্বস্ত, পিপাসু পথচারীরা জল আর নকুলদানা খেয়ে গলা ভেজাতে পারেন।

জিয়াগঞ্জের জন্য অনেক কিছু করেছেন অরিজিৎ। কখনও স্কুল তৈরি করেছেন, কখনও বা হাসপাতাল।

স্কুটি নিয়ে জিয়াগঞ্জে ঘুরে ঘুরে তাঁর জন্মস্থানের খুঁটিনাটির দিকে নজর রাখেন তিনি।

অরিজিৎ যে পরোপকারী, তা তো সকলেরই জানা। তাঁর মানবসেবা নিয়ে কারও কোনও সন্দেহ নেই।

বাড়ির সামনে জল আর নকুলদানা রাখাও তাঁর পরোপকারের আর এক উদাহরণ।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন