মলত্যাগ করতে গিয়ে মৃত্যু হয় অধিকাংশের, এদের জীবনের পরিণতি হয় মারাত্মক

শরীর সুস্থ রাখতেই মানুষ থেকে শুরু করে সব প্রাণী মলত্যাগ কলে থাকে।

কিন্তু এ বিশ্বে এমন এক প্রাণী রয়েছে যারা মলত্যাগ করতে নামলেই তারা বেশির ভাগ প্রাণ হারান।

সেই প্রাণীর নাম হল স্লথ। মধ্য ও দক্ষিণ আমেরিকার জঙ্গলে এই স্লথদের দেখতে পাওয়া যায়।

এমনিতেই খুব ধীর হওয়ার কারণেই এই প্রাণীর নাম স্লথ। এরা সাধারণত গাছে বসবাস করে।

সপ্তাহে একবার মলত্যাগ করে থাকে এই প্রাণীরা। আর গাছ থেকে নীচে নেমে মাটিতে না এলে তাদের মলত্যাগ হয় না।

সপ্তাহে ১ বার যখন তারা মলত্যাগ করে তখন তারা তাদের শরীরের মোট ওজনের এক তৃতীয়াংশ ওজনের মল ত্যাগ করে।

গাছে থেকে মাটিতে নেমে এরা ছোট একটা গর্ত করে থাকে। সেখানে মলত্যাগ করে। এবং মলত্যাগ হওয়ার পর তা পাতা দিয়ে ঢেকে দেয়।

স্লথরা যে গাছে থাকে তার দিকে নজর থাকে হিংস্র প্রাণীদের। স্লথ মলত্যাগের সময় নড়াচড়া করতে পারে না। তখনই হামলা করে হিংস্র প্রাণীরা।

বিশেষজ্ঞরা মনে করেন মলত্যাগ করতে গিয়েই অর্ধেক স্লথ প্রাণ হারায়। আর সবথেকে বেশি হামলা চালায় বন বিড়াল।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন