হেয়ার ফল কমানোর বিশেষ টোটকা!

হেয়ার ফল কমানোর বিশেষ টোটকা!

খারাপ জীবনধারা ও খাদ্যাভ্যাসের কারণে চুল ঝরে যায়।

খারাপ জীবনধারা ও খাদ্যাভ্যাসের কারণে চুল ঝরে যায়।

চুল ঝরে পড়ার সমস্যা রোধ করতে অত্যন্ত সাহায্য করে কারি পাতা।

চুল ঝরে পড়ার সমস্যা রোধ করতে অত্যন্ত সাহায্য করে কারি পাতা।

কারি পাতা সঠিকভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ করা যায়।

কারি পাতা সঠিকভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ করা যায়।

হেল্থ লাইনের মতে চুল ভাল রাখতে কারি পাতার কোনও তুলনা হয় না।

হেল্থ লাইনের মতে চুল ভাল রাখতে কারি পাতার কোনও তুলনা হয় না।

চুল ঘন ও মজবুত করতে কারি পাতার মাস্ক তৈরি করে চুলে লাগাতে পারেন।

চুল ঘন ও মজবুত করতে কারি পাতার মাস্ক তৈরি করে চুলে লাগাতে পারেন।

নারকেল তেলের সঙ্গে কারি পাতা লাগালেও চুল পড়া কমে।

নারকেল তেলের সঙ্গে কারি পাতা লাগালেও চুল পড়া কমে।

এই তেল তৈরি করতে একটি প্যানে নারকেল তেল নিতে হবে। এবার এটি গরম করে এতে কিছু কারি পাতা দিতে হবে।

এই তেল তৈরি করতে একটি প্যানে নারকেল তেল নিতে হবে। এবার এটি গরম করে এতে কিছু কারি পাতা দিতে হবে।

এর পর গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে। এবার এটি ঠাণ্ডা করে ছেঁকে নিতে হবে।

এর পর গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে। এবার এটি ঠাণ্ডা করে ছেঁকে নিতে হবে।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন