পেঁয়াজের রসেই কমবে মাথার চুল পড়া

পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায়, যার কারণে চুল ঘন হয়।

পেঁয়াজ কুঁচি করে এর রস বের করে হালকা ভাবে মাথার ত্বকে ম্যাসাজ করুন।

এবার ১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩ বার চেষ্টা করুন।

চুল ঘন করার পাশাপাশি পেঁয়াজের তেল গোড়া থেকে মজবুত করতে কাজ করে, যার ফলে আপনার চুল পড়াও কমতে শুরু করবে।

এর জন্য নারকেল তেলে পেঁয়াজের ছোট ছোট টুকরো দিয়ে ফুটিয়ে নিন।

এবার অল্প আঁচে ফুটিয়ে নিন যতক্ষণ না তেলের রং পরিবর্তন হয় এবং ঠাণ্ডা হওয়ার পর তেল ছেকে চুলে ম্যাসাজ করুন।

চুল কালো ও ঘন করতে পেঁয়াজের হেয়ার মাস্কও ট্রাই করতে পারেন।

এর জন্য পেঁয়াজের রসে লেবুর রস ও আমলা গুঁড়ো মিশিয়ে নিন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন