লক্ষ টাকার শাড়ি! তাঁত শিল্পীদের রোজগারের দিশা দেখাচ্ছেন আর্টিস্ট গৃহবধূ

একসময় নদীয়ার শান্তিপুরের প্রত্যেক গ্রাম এবং শহরে মানুষের ঘুম ভাঙতো হস্ত চালিত তাঁতের খটখটানিতে

বর্তমানে কম্পিউটারাইজ হাওয়াই মেশিনে চলছে উৎপাদন, এক মেশিনেই হচ্ছে ৩০-৪০ জনের কাজ

এই বিষয়েই এগিয়ে এলেন মান্ডবী চক্রবর্তী, পুঁথি বিদ্যায় গোল্ড মেডেলিস্ট,  রবীন্দ্রভারতীতে সংস্কৃতে পিএইচডি পাঠরতা

শিল্পের পৃষ্ঠপোষক হওয়ায় এবং বাড়ির কাছে বিখ্যাত তাঁতের হাট থাকায় তাঁতিদের সুবিধা-অসুবিধার কথা শুনতেন তিনি

নিজের আঁকা ছবি শাড়িতে ফুটিয়ে তোলার চেষ্টা করতে থাকেন কয়েকজন দক্ষ তাঁত শিল্পীকে দিয়ে

সেগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করিয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করাতে শুরু করেন

মজুরির দিক থেকে টেক্কা দিচ্ছেন উন্নত মেশিনে কাজ করা তাঁতিদেরকেও

এই শিল্পীদের করা শাড়ির মূল্য ৩-৪ হাজার থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন