এই পোকা কামড়ালেই মৃত্যু? মিলল এ দেশেই 

সম্প্রতি যেমন একটি পোকা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেখতে ক্যাকটাসের মতো।

মূলত কর্নাটকের কালবুর্গি জেলায় দেখা মিলেছে এই শুঁয়োপোকা জাতীয় কীটের, যার গায়ের রঙ সবুজ। 

ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে এই পোকা। এমন অদ্ভুতদর্শন কীট মানুষের প্রাণের জন্য বিপজ্জনক বলে দাবি করা হচ্ছে। 

কিন্তু সত্যিই কি এই সামান্য কীটের দংশনে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে?

সম্প্রতি কর্নাটকের কৃষি বিভাগ এই পোকাটি সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। 

ভাইরাল হওয়া আতঙ্ক থেকে মানুষকে রেহাই দিতে এবং মানুষের হাত থেকে ওই বিশেষ প্রজাতির পোকাকে বাঁচাতেই এই পদক্ষেপ।

একেবারে শুঁয়োপোকার মতো দেখতে ওই পোকাটির ছবি পোস্ট করে বিভিন্ন সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে, এই পোকা কামড়ালে মৃত্যু হবে।

কিন্তু সত্যি হল ওই অদ্ভুত দর্শন শুঁয়োপোকা কারও কোনও ক্ষতি করে না। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন