বিশ্বের সবথেকে দামি কাপড় এটি, শার্ট তো দুরস্ত মোজার দাম জানলে অবাক হবেন

অনেকেরই দামি ব্র্যান্ডেড জামা কাপড় থেকে ব্যবহার করে থাকেন। তবে বিশ্বের সবথেকে দামি কাপড় কোনটা জানেন?

যার একটি জামা তো দূরের কথা এক জোড়া মোজার দাম শুনলেও চোখ কপালে উঠবে।

পৃথিবীর সবথেকে দামি কাপড়ের নাম হল ভিকুনা। এই ভিকুনা ফ্যাব্রিক বহু বছর ধরে রাজকীয় এবং ধনীদের পোশাকের অন্তর্ভুক্ত।

শীতকালে গরম পোশাক থেকে নর্মাল জামা-কাপড় মধ্যে সর্বাপেক্ষা বেশি আরামদায়ক পোশাকের মধ্যে অন্যতম ভিকুনা।

এই ভিকুনা হল, আন্দিজ পর্বতমালায় পাওয়া একটি উট, যারা বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রাণীদের মধ্যে অন্যতম।

এদের পশম খুবই হালকা, পাতলা, সূক্ষ্ম এবং নরম হয়। সেইসঙ্গে এই পশমের তৈরি পোশাক বেশ আরামদায়কও হয়।

ইতালিয় কোম্পানি লোরো পিয়ানাই ভিকুনার পোশাক তৈরি করে থাকে। সর্বোচ্চ মানের ভিকুনা উলের পুরুত্ব ১২-১৪ মাইক্রন।

এই পশমের তৈরি পোশাকের আরামদায়কত্ব ১০০-র মধ্যে ৯৯। যা কাশ্মীরি পশমিনা ও বেবি আলপাকার থেকেও কম।

ভিকুনা দিয়ে তৈরি একজোড়া মোজার দাম প্রায় ৮০ হাজার টাকা এবং শার্টের দাম প্রায় ৪.২৩ লক্ষ টাকা।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন