ছোটবেলায় চা খেতে বারণ করা হত।

আর কারণ বলা হত, চা খেলে নাকি রং কালো হয়ে যাবে।

বড় হওয়ার সঙ্গে সঙ্গে চা হয়েছে আমাদের রোজকার সঙ্গী।

ভাঁড়ে দুধ চা হোক, সকালে লাল চা, কিংবা ওজন কমাতে গ্রিন টি।

চা যেন পরম বন্ধু।

কিন্তু ছেলেবেলার শেখা সেই কথা কি আদৌ ঠিক?

না, গবেষণা বলছে চায়ের সঙ্গে গায়ের রংয়ের কোনও সম্পর্ক নেই।

যার শরীরের যত মেলানিন, সে তত বেশি কালো।

এই মেলানিন অতিবেগুনি রশ্মির প্রভাবকে নিয়ন্ত্রণ করে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন