দু’ফোঁটা বিষের দাম এত?

দু’ফোঁটা বিষের দাম এত?

শুধুমাত্র প্রাণঘাতী নয়, প্রাণ বাঁচাতেও পারে এই কাঁকড়াবিছে, সেটা জানেন কি? তাই কাঁকড়াবিছের বিষের দামও মারাত্মক৷

কাঁকড়াবিছের বিষ থেকে তৈরি হয় নানা প্রাণদায়ী ওষুধ৷ এটি অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক এবং প্রসাধনী শিল্পতে মূলত ব্যবহৃত হয়।

রক্তনালীতে কোষ গঠন সাহায্য করে কাঁকড়াবিছের বিষ৷ এছাড়া, হার্ট সার্জারিতেও এই বিষ ব্যবহার করা হয়। এটি হাড়ের চিকিৎসাতেও স্প্রে আকারে ব্যবহৃত হয়।

এই বিষ সংগ্রহ করে প্রথমে ফ্রিজে সংরক্ষণ করেন৷ তারপর, তা ঘনীভূত করে পাউডারে পরিণত করা হয়৷ প্রক্রিয়াকরণ শেষে ইউরোপের বাজারে বিক্রি হয় চড়া দামে।

কাঁকড়াবিছের এক লিটার বিষের দাম এক কোটি ডলার। অর্থাৎ, প্রায় ৮২ কোটি টাকা৷

একটি কাঁকড়াবিছে থেকে প্রায় ২ মিলি বিষ বের করা যায়। এক মিলি লিটারের দামই প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা

৩০০ থেকে ৪০০টি কাঁকড়াবিছে থেকে এক গ্রাম করে বিষ বের করার পর তা সংরক্ষণ করা হয়৷

একটি কাঁকড়াবিছে থেকে একবারে মাত্র ২ ফোঁটা বিষ বের হয়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন