সঙ্গীকে হত্যা করলে সাপ সত্যিই কি বদলা নিতে পারে? সত্যি জানলে চমকে যাবেন।

বিশ্বে প্রায় ৩০০০ প্রজাতির সাপ আছে। সাপের খাদ্য তালিকায় থাকে ইঁদুর, পাখি, ব্যাঙ, বড় সাপ ছোট হরিণ, শূকর, বাঁদর।

অনেক সময় নিজেদের প্রতিরক্ষার জন্যই সাপ আক্রমণও করে। বেশ কিছু সাপের বিষও ভয়ঙ্করও বটে।

সিনেমায় দেখায় ‘সাপ বদলা নেয়’। সাপ নিজের শত্রুদের মনে রাখে, শত্রু নিধনের পরেই তার পিছু ছাড়ে।

কিন্তু বিজ্ঞান সে কথা বলছে না।  বিজ্ঞান এটাকে সম্পূর্ণ গুজব বা ভ্রান্ত ধারণা বলে মনে করে।

সাপের সাধারণত কোনো ধরণের সামাজিক বা পারিবারিক বন্ধন থাকে না। যার প্রতি মায়া বা ভালবাসা থাকবে।

এমনকি আলাদাভাবে কোনো হত্যাকারীকে চেনার মতো স্মৃতিও থাকে না সাপের।

একটি সাপের মৃত্যুর গুরুত্ব একটি সাপ আলাদা করে বুঝতে পারে না। কোনও অনুূভূতি নেই সাপের।

মানুষ সাপের স্বাভাবিক খাদ্য না হওয়ায় মানুষকে হত্যা করার জন্য সাপ কখনো আলাদাভাবে আক্রমণ করে না।

এই বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে প্রমাণিত সাপের প্রতিশোধ নেওয়াটা শুধুই মিথ। সাপ আদতে বদলা নেয় না।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন