রক সল্টেই কেল্লাফতে, নেতিবাচকতা দূর করুন এভাবে

ভারতীয় বাস্তুশাস্ত্র অনুসারে রকসল্টযেকোনও অসুখী সম্পর্ক মেরামত করতে পারে।

পটনার বাস্তু বিশেষজ্ঞ কেপি সিং জানাচ্ছেন, লবণের উৎস হল সমুদ্র। অমাবস্যার সময় সমুদ্রে জলস্ফীতি হয়।

এই সময় যাঁদের মানসিক সমস্যা রয়েছে, তাঁদের সমস্যা আরও বেড়ে যেতে পারে।

লবণের শক্তি প্রাচুর্যের কারণে এমন ঘটে। সেই শক্তিকে কাজে লাগিয়েই পরিত্রাণের উপায় করা যায়।

যাঁরা মানসিক ভাবে বিপর্যস্ত, বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে একটি রকসল্ট ল্যাম্প রাখুন।

স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক করতে হলে ছোট পাত্রে রকসল্ট রেখে দেওয়া যেতে পারে শয়নকক্ষে।

রান্নাঘরে রাখাও ভাল। রক সল্ট স্বাস্থ্যের জন্যও ভাল। কেপি সিং বলেন, রাতে সারা ঘরে সৈন্ধব লবণ ছড়িয়ে দেওয়া যায়।

খুব ভোরে সেই লবণ পরিষ্কার করে ঘরের বাইরে ফেলে দিতে হবে। এতে ঘরের নেতিবাচকতাও বেরিয়ে যাবে।

ঘরের নেতিবাচকতা কমাতে পাত্রে রকসল্ট রেখে দিতে হবে স্নানাগারে। ৭ দিন অন্তর ওই লবণ জলের সঙ্গে নর্দমা দিয়ে বের করে দিতে হবে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন