হ্যান্ড মেড জুয়েলারি দেখাচ্ছে দিশা

হ্যান্ড মেড জুয়েলারি বানিয়ে স্বনির্ভর এর দিশা দেখাচ্ছে দ্বিতীয় বর্ষের এক ছাত্র

মোহন মহারানা পড়াশোনার পাশাপাশি নিজের বাড়িতে তৈরি করছেন নানান ধরনের হ্যান্ডমেড জুয়েলারি

ছোট থেকেই মোহন ছবি আঁকা এবং ক্রাফটের নানা কাজ শিখেছেন

বর্তমানে বাজারে হ্যান্ডমেড জুয়েলারির চাহিদার কথা মাথায় রেখে তার এই গয়না বানানোর চিন্তাভাবনা

সামান্য খরচে, খুব অল্প সময়ে বাড়িতেই তৈরি করা যায় নানান ধরনের হ্যান্ডমেড জুয়েলারি

বাজারে বিক্রি হয় ভালো দামে, লাভ ও মেলে বেশ

সামান্য প্রশিক্ষণে বাড়িতে থেকে অল্প সময়ে এবং অল্প খরচে হ্যান্ড মেড জুয়েলারি বানিয়ে বাজারে বিক্রি করে মহিলারা স্বনির্ভর হতে পারবেন বলে জানিয়েছে মোহন

 হ্যান্ডমেড জুয়েলারি পার্শ্ববর্তী বাজার বেলদা মেদিনীপুর এমনকি কলকাতায়ও পাইকারি ও খুচরা দরে বিক্রি হচ্ছে

মহিলাদের এবং পুরুষদের একই ছাতার তলায় এনে স্বনির্ভর করার চিন্তা এই কলেজ ছাত্রের

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন