হোমিওপ্যাথি ওষুধ খেলে এই নিয়মগুলি মানুন, নয়তো বিপদ!
নিয়ম না মানলে ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে
নিময় মেনে না খেলে ওষুধ কাজ না-করারও ভয় থাকে
হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার ১০ মিনিট আগে বা পরে কিছু খাবেন না
এমনকী, জল না পান করার কথাও বলা হয়
গুলে খাওয়ার ওষুধে চিকিৎসকের বলা মাপ মতো জল ব্যবহার করুন
হোমিওপ্যাথি ওষুধ কখনওই হাতে নেবেন না
এর ফলে ওষুধে ব্যবহার করা স্পিরিট উবে যায়
হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার আগে জলে ভাল করে মুখ কুলকুচি করে নিন
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন