হলদে দাঁতের জন্য মন খুলে হাসতে পারেন না? জেনে নিন দাঁতের হলুদ দাগ তোলার উপায়
নিয়মিত যারা ধূমপান করে থাকেন তাদের দাঁত ধীরে ধীরে হলুদ হয়ে যায়। দাঁত নষ্টও হয়ে যায়।
শুধু ধমপান নয়, রোজদিন যারা বেশি মাত্রায় কফি বা সোডা জাতীয় পানীয় পান করেন তাদের দাঁতও হলুদ হয়।
মিষ্টি প্রেমিদের জন্যও সাবধান বাণী। যারা বেশি মাত্রায় মিষ্টি খান তাদের দাঁতেরও রং বদলে যায়।
অনেকেই দাঁত ব্রাশ করা নিয়ে অবহেলা করেন। দাঁত না মাজলেও দ্রুত তা রং পরিবর্তন করে হলুদ হয়ে যায়।
দাঁতের হলুদভাব দূর করতে ঘোরোয়া উপায় প্রয়োগ করতে পারেন। যাতে দ্রুত ফল পাওয়া যায়।
দাঁতের হলুদভাব দূর করার একটা ঘরোয়া উপায় হল লেবুর খোসা ঘষা। তাতে উপকায় পাওয়া যায়।
কমলা লেবুর খোসার গুড়ো দিয়ে দাঁত মাজলেও দাঁতের হলুদভাব দূর হয়।
বেকিং পাউডার দিয়ে দাঁত মাজলেও হলুদভাব অনেকটা দূর হয়ে থাকে।
তবে ঘরোয়া উপায়ের পাশাপাশি ডাক্তারের পরামর্শ নেওয়াই সবথেকে ভাল উপায়।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন