সর্দি-কাশি নিমেষে সারায় এই পরিচিত পাতা!

সর্দি-কাশি নিমেষে সারায় এই পরিচিত পাতা!

সারাবছর সর্দি-কাশিতে ভোগেন এমন মানুষের সংখ্যা কম নেই। অল্প ঠান্ডা লাগলেই ওষুধ খেলে তা শরীরের জন্য খারাপ হতে পারে।

সেক্ষেত্রে সর্দি-কাশিতে অত্যন্ত উপকারী হতে পারে একটি পরিচিত পাতা যার নাম ইউক্যালিপটাস।

পৃথিবীতে প্রায় ৪০০ প্রজাতির ইউক্যালিপটাস পাওয়া যায়। ভারত, চিন ও ইউরোপিও আয়ুর্বেদে  ইউক্যালিপটাসের তেলকে বহু গুণাবলীর সমাহার হিসাবে ধরা হয়।

চিকিৎসক  পি অ্যান্ড জি হেল্থের মেডিক্যাল অ্যান্ড টেকনিকাল অ্যাফেয়ারসের মুখ্য গবেষক Yong Chiat Wong-এর মতে সর্দি-কাশির মহৌষধ এই ইউক্যালিপটাস।

সর্দি কাশিতে আমরা মিনথল বাম প্রায়ই ব্যবহার করি তবে ইউক্যালিপটাস বাম ব্যবহার করলে সর্দি-কাশিতে অত্যন্ত উপকার পাওয়া যায়।

ইউক্যালিটাসের চা খেলে সর্দি-কাশিতে আরাম পাওয়া যায়। এবং ওষুধ ছাড়াই ঠান্ডা লাগা থেকে সহজে মুক্তি পাওয়া যেতে পারে।

ফুটন্ত জলে কয়েক ফোঁটা ইউক্যালিটাসের তেল দিয়ে সেই স্টিম নাক মুখ নিয়ে নিতে হবে। এতে কয়েক দিনেই সর্দি-কাশি থেকে উপশম মিলবে।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন