অশান্তি লেগেই থাকছে? এই ভাবে ঘর পরিষ্কার করলেই আসবে সুখ, ঘুচবে অর্থাভাব

অশান্তি লেগেই থাকছে? এই ভাবে ঘর পরিষ্কার করলেই আসবে সুখ, ঘুচবে অর্থাভাব

সংসারে  শ্রীবৃদ্ধি  করতে বাস্তুর কিছু নিয়ম মানতে হয়। এই সব নিয়ম মানলে অর্থাভাবও ঘোচে ও ঘরে নিগেটিভ এনার্জি সহজেই দূর হয়।

গৃহে অশান্তি -ঝামেলাও বন্ধ হয়। ঘর পরিষ্কার করার ক্ষেত্রেও বাস্তুর কিছু নির্দিষ্ট নিয়ম আছে।

“সরল বাস্তু”র মতে ঘরে অপ্রয়োজনীয় আসবাব রাখা চলবে না। এতে ঘরে ঠিক মতো আলো ও বাতাস খেলতে পারে না ও ঘরে নিগেটিভ এনার্জি বাসা বাঁধে।

গৃহ সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্নতা গৃহে শান্তি আনে ও অর্থাগম হয়।

অগোছালো ঘর একেবারেই রাখা চলবে না। রোজ সকালে ঘর পরিষ্কার করতে হবে।

ঘর মোছার সময় জলে সামান্য সামুদ্রিক লবণ দিলে। নিগেটিভ এনার্জি সহজেই দূর হয়।

সদর দরজা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সাজিয়েও রাখা যেতে পারে। ঘরের সদর দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন