রাখি খুলে যেখানে-সেখানে রাখেন? ভাইয়ের বড় বিপদ হতে পারে

ভাই-বোনের সম্পর্ক অটুট রাখতে রক্ষা বন্ধন উৎসব পালন করা হয় 

এ বছর ৩০ ও ৩১ অগাস্ট দু'দিন পালিত হবে রাখি বন্ধন উৎসব

রাখির দিন বোনেরা, ভাইয়ের হাতে রক্ষার সূচক হিসেবে রাখি বেঁধে দেয়, ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে

ভাইও বোনকে সারাজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয়

জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস, রাখির সুতো বহুমূল্য

রাখি বন্ধনের পরও ভাই যেন কখনই রাখি খুলে যেখানে সেখানে না ফেলে দেন, তার খেয়াল রাখতে হবে

রাখি বেঁধে দেওয়া থেকে খুলে নেওয়া পর্যন্ত, নিয়ম মেনে চললে সম্পর্কের অটুট হয়

রাখি খোলার পরে লাল রঙের কাপড়ে মুড়ে রাখুন

কাপড়ে বেঁধে এমন জায়গায় রাখুন, যেখানে ভাই-বোনের জিনিস থাকে। আগামী রাখির দিন বোনের হাতে সেই রাখি বাঁধুন 

রাখি হাত থেকে ছিঁড়ে ফেলবেন না। জ্যোতিষশাস্ত্র মতে, এটি অশুভ 

ছেঁড়া রাখিটি কোথাও ফেলে না দিয়ে জলে দিয়ে দিন বা গাছের গোড়ায় রাখা যেতে পারে। তার সঙ্গে রেখে দিন ১ টাকার একটি কয়েন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন