কতটা নুন খেলে তা হবে শরীরের ক্ষেত্রে বেশি

আমাদের শরীরে সামান্য পরিমাণ নুনের প্রয়োজন হয়৷

আমাদের রোজ দেড় হাজার মিলিগ্রাম করে নুনের প্রয়োজন হয়, ব্যাস, এইটুকুই৷

বেশি নুন খেলে আপনার স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়, হৃদয়ের রোগ বাড়ে, রক্ত চাপ বাড়ে৷

আপনার পেটে মাঝে মাঝেই ব্যথা হয়? জ্বালা করে? হতে পারে বেশি নুন খাওয়ার ফল৷

আপনি কী খুবই কম জল খান, মানে আপনার জল তেষ্টাই কী কম পায়?

হতে পারে আপনার অতিরিক্ত নুন খাওয়ার ফলে শরীরে এমন ঘটনা ঘটছে

দেখুন ওজন মেপে? আপনার শরীরের ওজন কী হঠাৎ, মানে সাতদিনের মধ্যে অনেকটা বেড়েছে?

তা হলে বুঝতে হবে আপনি অতিরিক্ত মাত্রায় নুন খাচ্ছেন, আর তাতেই বিপদ বাড়ছে৷

সুতরাং বেশি নুন খাবেন না, সঠিক পরিমাণ নুন খান, শরীর সুস্থ রাখুন৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন