বুদ্ধিমানদের এই ৪ অভ্যাস থাকেই, আপনার আছে?

বুদ্ধিমানদের এই ৪ অভ্যাস থাকেই, আপনার আছে?

গভীর রাতে জেগে থাকার অভ্যাস: বেশির ভাগ জিনিয়াসেরাই গভীর রাত পর্যন্ত জেগে থাকতে পছন্দ করেন৷

এমনকি, বহু প্রতিভাবান মানুষই অনিদ্রার রোগে ভুগে থাকেন৷ সেকথা তাঁদের আত্মজীবনীতেও লিখে গিয়েছেন এঁদের অনেকে৷

আপনার কি খুব ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে? তাহলে হয়তো আপনি জিনিয়াস ক্যাটেগরির মানুষ৷

শোনা যায়, বিখ্যাত ফিজিসিস্ট অ্যালবার্ট আইস্টাইনও বহু জিনিস মনে রাখতে পারতেন না৷ তারিখ, ফোন নম্বর মনে রাখার প্রয়োজনই বোধ করতেন না৷

আপনি কি প্রায়ই নিজের সঙ্গে কথা বলেন? তাহলেও কিন্তু আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষদের দলে৷আসলে নিজের সঙ্গে কথা বলার সময় আপনার মস্তিষ্ক দারুণ ভাবে কাজ করে।

নতুন জিনিস দেখার ইচ্ছা, নতুন জিনিস অন্বেষণ করার প্রবণতা যাঁদের বেশি, তাঁরাও অন্যদের তুলনায় বেশি বুদ্ধিমান হন।

অনেকেই রয়েছেন, যাঁরা বিছানায় পিঠ ঠেকানো মাত্রই ঘুমিয়ে পড়েন৷ জিনিয়াস ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না৷

বিছানায় শুয়ে থেকে দীর্ঘক্ষণ নানা বিষয় চিন্তা করা এঁদের অন্যতম অভ্যেস৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন