অপটু
হাতে
সুন্দর রাখি
সুন্দর রাখি বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে বিশেষ সক্ষম শিশুরা
ওদের মধ্যে কেউ ঠিকমত কথা বলতে পারে না, আবার ঠিকমতো চলতেও পারে না
অদম্য জেদ নিয়ে সমাজের মূল স্রোতে ফেরার আশায় বদ্ধপরিকর তারা
বেসরকারি একটি সংগঠনের সহযোগিতায় বিশেষ সক্ষম পড়ুয়ারা নিজেদের হাতেই বানাচ্ছে রাখি
তারা প্রায় দু মাসের চেষ্টায় বানিয়ে ফেলেছে বেশ কয়েক হাজার রাখি
তাদের হাতে বানানো সব রাখি বাজারে বিক্রির পাশাপাশি অনলাইন মাধ্যমে বিক্রি করছে সংগঠনটি
ইতিমধ্যে দাঁতন বাজার-সহ মেদিনীপুর এমনকি দিল্লিতেও পৌঁছে গিয়েছে সেইসব রাখি
পরিবেশবান্ধব নানান জিনিস যেমন কুমড়োর বীজ, ধান, তুলো, কাগজ দিয়ে তারা এই রাখিগুলো তৈরি করছে
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে রাখি বিক্রি করে উপার্জিত লভ্যাংশ বিশেষ সক্ষম ছেলেমেয়েদের অ্যাকাউন্টে জমা করা হবে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন