বাস্তুর এই নিয়ম মানলেই কেরিয়ারে চরম উন্নতি! কম সময়তেই হতে পারে স্বপ্ন পূরণ! জেনে নিন

বাস্তুর এই নিয়ম মানলেই কেরিয়ারে চরম উন্নতি! কম সময়তেই হতে পারে স্বপ্ন পূরণ! জেনে নিন

জীবনের উন্নতিতে মেধা ও পরিশ্রম ছাড়াও বাস্তুও গুরুত্ব রাখে এমনই মত বাস্তুবীদদের।

সেক্ষেত্রে রোজ কিছু বাস্তুর নিয়ম মানলেই কর্মজীবনে ব্যপক  উন্নতি আসতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেইরকমই কিছু নিয়ম জা মানলে কম সময়েই উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবেন-

সেক্ষেত্রে বাস্তুবিদ প্রিয়া তাঁর ইন্সটা প্রোফাইল priyatheoptimist থেকে একগুচ্ছু বাস্তু টিপস শেয়ার করেছেন-

বাস্তুমতে, কেরিয়ারে উন্নতিতে ল্যাপটপ বা ফোন ব্যবহার করলে তা দক্ষিণ-পূর্ব দিকে রেখে কাজ করা ভাল। কাজের জন্য ব্যবহার করা ইলেকট্রনিক্স জিনিস সব সময় পরিষ্কার রাখতে হবে।

কাজ করার সময় কীভাবে বসে আছেন তার উপরেও উন্নতি নির্ভর করে থাকে। অফিসে বা বাড়িতে কাজ করার সময় কখনও পায়ের উপরে পা তুলে বা পা কোনাকুনি রেখে কাজ করবেন না এতে উন্নতি বাধা পেতে পারে।

কভিড মাহামারীর পরে  অনেকেই এখন বাড়িতে বসে কাজ করেন। সেক্ষেত্রে কখনই বেডরুমে বসে কাজ করা উচিত নয়।

কর্মস্থলে উন্নতির জন্য সব সময় পূর্ব দিকে মাথা করে ঘুমাতে হবে। এতে বুদ্ধি বাড়ে ও মনোযোগও বাড়ে।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন