এক মুঠো মুড়িতেই ঝাঁঝরা হয়ে যাচ্ছে শরীর!

ফোলা গোল মুড়ি আপনার শরীরে বড় ক্ষতি করছে 

মুড়িতে এখন ইউরিয়া মেশানো হচ্ছে কারণ ইউরিয়ার জল দিলে মুড়ি ভাল ফোলে

যদি মুড়ি না ফোলে, গোল না হয় তাহলে ক্রেতারা মুখ ফিরিয়ে নেয় 

ব্যবসায়ীরা বাজার দখল করতে মুড়িতে, যথেচ্ছ পরিমাণে মিশিয়ে দিচ্ছেন ইউরিয়া। যাতে শরীর তিলে তিলে ক্ষয়ে যাচ্ছে

মুড়িতে সোডিয়াম হাইড্রো সালফাইড মেশানোর জন্য নাকি মুড়ি বেশি পরিমাণে ফোলে এবং সাদা ঝকঝকে হয়

বিশেষজ্ঞরা মতে এই ধরনের ক্ষার পদার্থ শরীরের মধ্যে গেলে রক্তের হিমোগ্লোবিনের কাজ নষ্ট করে

হাইড্রোজেন মেশানো কঠোরভাবে নিষিদ্ধ থাকলেও, বেশি লাভ আর মুনাফার জন্য অসাধু ব্যবসায়ীরা তা মিশিয়ে মুড়ি ভাজেন

মুড়িতে ভেজাল দেওয়ায় শরীরে ক্ষতি হচ্ছে। তাই এই ফোলা গোলমুড়ির থেকে ঘরে ভাজা মুড়ি অনেকটাই উপকারে আসে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন