এশিয়া কাপে ভারতীয় দল কেন সবথেকে বেশি চ্যাম্পিয়নশিপের দাবিদার, জেনে নিন।

২ সেপ্টেম্বর পাকিস্তান ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত।

এশিয়া কাপ ও বিশ্বকাপকে পাখির চোখ করে এগোচ্ছে ভারতীয় দল।

এই এশিয়া কাপে কোন কোন শক্তির জন্য চ্যাম্পিয়ন হতে পারে ভারত দেখে নিন।

রোহিত, গিল, কোহলি, শ্রেয়স, হার্দিক, ইশান সমৃদ্ধ ব্যাটিং লাই ভারতীয় দলের অন্যতম প্রধান শক্তি।

অলরাউন্ডার বিভাগে বর্তমান দলে একাধিক প্লেয়ার রয়েছে যারা ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই পারদর্শী।

জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ সমৃদ্ধ পেস বোলিং অ্যাটাক প্রতিপক্ষের ত্রাস হতে পারে।

স্পিন অ্যাটাকে রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল ট্র্যাডিশনাল লেফ্ট আর্ম স্পিনার আর চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।

এই এশিয়া কাপে ভারতীয় দলের সবথেকে বড় শক্তি হল বিরাট কোহলি ফর্মে। কোহলির ব্যাট চললে জয় নিশ্চিৎ।

এই সকল কারণেই এবারের এশিয়া সেরা হওয়ার প্রতিযোগিতায় ভারতীয় দলতে সবথেকে ফেভারিট ননে করা হচ্ছে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন