এই পোশাকের নাম কেন স্যান্ডো-গেঞ্জি জানেন?

বাচ্চা থেকে বয়স্ক, পোশাকের নীচে সাদা নরম কাপড়ের স্যান্ডো গেঞ্জি পরেন সকলেই

এমন নামের পিছনে এক বিখ্যাত লোকের নাম জড়িয়ে আছে বলে ধারণা করা হয়

তিনি বিদেশি হলেও এক বিশেষ কারণেই ওই সময় ভারতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি

অনেক বলেন, গেঞ্জির উৎস ইংরেজি guernsey বা gansey। কিন্তু গেঞ্জির সঙ্গে আমরা আবার স্যান্ডো বসাই

ফিলিপিনো ভাষায় স্যান্ডো মানেই ঊর্ধ্বভাগের অন্তর্বাস। কিন্তু বাংলাতে এটি স্যান্ডো গেঞ্জি নাম হল কীভাবে?

এতে জড়িয়ে রয়েছে বিখ্যাত জার্মান বডিবিল্ডার ইউজেন স্যান্ডোর নাম। বিশ্বের বৃহত্তম বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করেন

আর্থার কোনান ডয়েল এবং ক্রীড়াবিদ ও ভাস্কর চার্লস লয়েস-উইটেওরঞ্জের সঙ্গে বিচারকের আসনে ছিলেন স্যান্ডো

শরীরের সবচেয়ে আকর্ষণীয় ও অনন্য বিষয় ছিল সিক্স প্যাক বডি। প্রশস্ত ছাতি, ৪৮ ইঞ্চি। আদর্শ পুরুষের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। মেয়েদের কাছে ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু

১৯০৫ সালে ভারত সফর করেন স্যান্ডো। ওই সময় ভারতে জাতীয়তাবাদী আবেগ তুঙ্গে। স্যান্ডো হয়ে উঠেছিলেন ভারতীয় যোগের একজন আন্তর্জাতিক আইকন

বিভিন্ন শোয়ে ইউজেন স্যান্ডো স্লিভলেস শার্ট বা গেঞ্জি পরতেন। বাংলার মানুষ আদর করে তাঁর নামেই রেখেছেন তাঁদের নিত্যপ্রয়োজনীয় পোশাকের নাম 'স্যান্ডো গেঞ্জি'

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন