সৌরভ গঙ্গোপাধ্যায় ও সুরেশ রায়নার সঙ্গে একই আসনে ইশান কিশান।

এশিয়া কাপের প্রথম ম্যাচে প্রবল চাপের মধ্যে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেন ইশান।

এক সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৬৬ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল।

সেখান থেকে দলের ইনিংসের রাশ ধরেন ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া।

চাপের মুহূর্তে দায়িত্ব নিয়ে যে ইনিংসটা খেলেন ইশান তার প্রশংসায় ক্রিকেট বিশ্ব।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ৩টি ওডিআইতেও হাফ সেঞ্চুরি করেছেন ইশান।

আর এশিয়া কাপে সেঞ্চুরি করে পরপর চারটি ওডিআইতে হাফ সেঞ্চুরি করলেন ইশান।

সৌরভ গঙ্গোপাধ্যায় এই কৃতিত্ব অর্জন করেছিলেন ২০০২ সালে। এবার তাঁকে ছুলেন ইশান কিশান।

সুরেশ রায়না এই কৃতিত্ব অর্জন করেছিলেন ২০১৩ সালে। তিনিও ওডিআইতে পরপর ৪টি ৫০ করেছিলেন।

ফলে পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করে শুধু সৌরভ নয়, সুরেশ রায়নার রেকর্ডও ছুলেন ইশান কিশান।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন