মঙ্গলে মিলল মানুষের হাড়!

লাল গ্রহে জীবনের স্পন্দন! 

মঙ্গল গ্রহে নাসার ক্যামেরায় ওঠা নয়া ফুটেজে দেখা এক অদ্ভূত বস্তুকে নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা।

নাসা -র এক ফুটেজে দেখা যাচ্ছে মঙ্গলের মাটিতে মানুষের ঊরুর হাড় মিলেছে! 

অন্তত সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া এক ছবিতে এমনটাই দেখা যাচ্ছে।

কিছুদিন আগে কিউরিয়সিটি রোভার লাল গ্রহ থেকে স্প্যামের আকৃতির একটি পাথর দেখেছিল।

সোশ্যাল মিডিয়ায় মঙ্গলযানের তোলা একটি ছবি পোস্ট করে নাসা। সেখানে ওই হাড়ের ছবিটি ছিল।

যা দেখতে অবিকল মানুষ বা বাঁদর-শিম্পাঞ্জির মতো মনুষ্য আকৃতির প্রাণীর ঊরুর হাড়ের মতো।

হাড়টি ইতিমধ্যেই ক্ষয় হতে শুরু করেছে বলে খবর।

এর আগে মঙ্গলে পিরামিডের খোঁজের দাবি করেছিল নাসা। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন