সপ্তাহ শেষে এক দিনের ছুটিতে বেড়াতে যাবার একটি আদর্শ স্থান গাদিয়াড়া পর্যটন কেন্দ্র

ভাগীরথী হুগলী, রূপনারায়ণ ও দামোদর তিন নদীর সঙ্গমস্থলে গড়ে ওঠা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র

এক দিকে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার গেওখালি ও অন্যদিকে পূর্ব মেদনিপুরের মহিষাদল রাজবাড়ি

রাত্রি বাসের জন্যও রয়েছে সরকারি আবাসনের সঙ্গে রয়েছে বহু বেসরকারি হোটেলও

শুধু তাই নয় গদিয়াড়া পর্যটন কেন্দ্র জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ এখানে পাবেন প্রচুর পরিমাণে নদী থেকে ধরা টাটকা মাছ 

সহজ যোগাযোগ ব্যবস্থা, হাওড়া কলকাতা থেকে বাস উলুবেড়িয়া হয়ে শ্যামপুর

অন্যদিকে হাওড়া থেকে ট্রেনে উলুবেড়িয়া স্টেশন নেমে বাস ধরে গাদিয়াড়া পৌঁছানো যায় সহজে

কলকাতা থেকে বাস এবং দক্ষিণ ২৪পরগনা হয়ে অল্প খরচে জলপথেও আসা যায়

জম্পেশ উইকেন্ডে প্ল্যান, পাবেন টাটকা ইলিশ মাছ! ঘুরে আসুন তিন নদীর অপূর্ব সঙ্গমস্থল

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন