লাল কলা খেলে ব্যথা কমবে!

হলুদ-সবুজ কলা তো অনেক খেয়েছেন। এবার লাল কলা খান

হাড় মজবুত করার জন্য এর গুণ প্রচুর। রক্ত পরিশ্রুত করা ও মেটাবলিজম বাড়াতেও দারুণ কার্যকরী লাল কলা

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এই প্রথম চাষ হচ্ছে বিরল প্রজাতির মুসা ভেলুটিনা প্রজাতির কলা

এশিয়া ও দক্ষিণ আমেরিকায় প্রথম এই কলার জন্ম। এটি অস্ট্রেলিয়ায় Red Dacca Banana নামে পরিচিত

এই কলা অত্যন্ত মিষ্টি। তবে কলার ফলন অন্যান্য কলার তুলনায় অনেক কম

এই কলা চাষের ক্ষেত্রে উঁচু জায়গায় প্রয়োজন, যাতে কোনওমতেই জল জমার সম্ভাবনা না থাকে

স্বাদ একেবারে হলুদ কলার মতোই, কিন্তু উপকারিতা অনেক। এই কলা কিডনিতে পাথর প্রতিরোধ করে

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বক ভাল রাখতেও কাজে লাগে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন