গণেশ চতুর্থীতে ভুলেও করবেন না 'এই' কাজ

ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। এই দিনে গণপতিকে ঘরে নিয়ে আসা হয়৷ ভগবান গণেশের পুজো করা হয়৷ টানা ১০ দিন ধরে গণেশের এই পুজো করা হয়৷

চলতি বছর গণেশ চতুর্থীর পুণ্যলগ্ন শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে। এই দিন থেকেই শুরু হবে গণেশের আরাধনা৷ প্রতিটি ঘরে ঘরে বর্তমানে গণেশ চতুর্থী পালন করা হয়ে থাকে

অযোধ্যার বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন, সঠিক এবং নির্ভুল পদ্ধতিতে ভগবান গণেশের পুজো করলে ভক্তের সব ধরনের কষ্ট দূর হয়।

 জ্যোতিষ শাস্ত্র অনুসারে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে অনেক কিছু নিবেদন করা ঠিক নয়। এতে সংসারে ঘোর অমঙ্গল নেমে আসে৷

সনাতন ধর্মে তুলসীর বিশেষ গুরুত্বর কথা  বলা হয়েছে। গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করার সময় ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না। এতে গণপতি রুষ্ট হন।

বাপ্পাকে অক্ষত নিবেদন করার সময়, এটি মনে রাখবেন গণেশের পুজোর সময়, কখনও ভাঙা অক্ষত দেওয়া উচিত নয়৷ এতে গণেশ ঠাকুর রুষ্ট হন৷

গণেশ চতুর্থীর দিন গণপতির পুজোর সময় এই গুলি ফুল ভুলেও অর্পণ করবেন না। বিশ্বাস অনুসারে, ভগবান শিবকে কোনও  ফুল নিবেদন করা হয় না।

 ভগবান গণেশের পুজোর সময় শুধু সাদা ফুল, সাদা কাপড়, সাদা পবিত্র সুতো, সাদা চন্দন ব্যবহার করুন৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন