এই গণেশের পুজো করলেই রাতারাতি 'বড়লোক' হবেন

টানা ১০ দিন ধরে গণেশের এই পুজো করা হয়৷  চলতি বছর গণেশ চতুর্থীর পুণ্যলগ্ন শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে। এই দিন থেকেই শুরু হবে গণেশের আরাধনা৷

গণেশ চতুর্থীর দিন কেউ মাটির গণেশ, কেউ অন্য ধাতুর আবার কেউ সোনা-রূপার ঘরে নিয়ে আসেন।

 জানেন  কি যে এই সমস্ত গণপতি ছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে একটি বিশেষ ধরনের ধাতুর গণেশ স্থাপন করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়।

আচারিক জ্যোতিষী এবং ভাগবত আচার্য পন্ডিত রমেশ চন্দ্র শাস্ত্রী জানিয়েছেন, ধাতুর তৈরি গণপতি সবচেয়ে শুভ৷

এদিন ধাতুর তৈরি গণেশ বাড়িতে এলে পুজো করলে দূর হবে অভাব-অনটন৷ রাতারাতি ধন-সম্পদ লাভ হবে৷

শাস্ত্রীর মতে, প্রতিটি কণায় ভগবান বিরাজমান এবং যে কোনও ধাতুর তৈরি গণেশের মূর্তি পুজো করা শুভ।

বুধবার শ্রী গণেশকে উৎসর্গ করা হয়। যার রংও সবুজ। বাড়িতে পান্না ধাতুর ভগবান গণেশের পুজা করা অত্যন্ত শুভ বলে মানা হয়৷

আচার্য পন্ডিত রমেশ চন্দ্র শাস্ত্রী জানিয়েছেন, গণেশ চতুর্থীর উৎসব যা অত্যন্ত শুভ হতে চলেছে। এই দিনে যে কেউ ভক্তি সহকারে ভগবান গণেশের আরাধনা করলে সংসারে শান্তি সুখ বজায় থাকবে৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন