শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবার এশিয়া সেরা হয়েছে ভারতীয় ক্রিকেট দল।

একতরফা ফাইনালে প্রতিপক্ষকে দুরমুশ করে রেকর্ড গড়ে জয় ভারতের।

ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।

কিন্তু সেই সিদ্ধান্ত পুরো বুমেরাং হয়। ভারতের পেস অ্যাটাকে ধসে যায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইন।

১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দুই অঙ্কের রান করতে পারে মাত্র ২ জন।

মহম্মদ সিরাজ একাই ৬টি উইকেট নেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে ১০ উইকেট ম্যাচ জিতে নেয় ভারত। ২৭ করেন গিল ও ইশান করেন ২৩ রান।

এশিয়া কাপ ২০২৩ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দল পেয়েছে ১ কোটি ৬৬ লক্ষ টাকা। এছাড়া রয়েছে একাধিক পুরস্কার।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এশিয়া কাপ ফাইনাল জয়ের পর সেলিব্রেশনে মাতে গোটা ভারতীয় দল।

বিশ্বকাপের আগে এই জয় দলেরে আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন