দার্জিলিং জেলার উচ্চতম গ্রাম গুলির মধ্যে অন্যতম হল চটকপুর

সিঞ্চল অভয়ারণ্যের অন্তর্গত সবুজে মোড়া এই গ্রাম

বহু চেনা জায়গার মধ্যে চটকপুর হল একটি অফবিট জায়গা

চটকপুরে একটি ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা যায়

এছাড়া আপার চটকপুরের প্রায় প্রতিটি হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে

জঙ্গলের মধ্যেই রয়েছে একটি পোখরি বা লেক স্থানীয় মানুষজনের কাছে এটি একটি পবিত্র জলাশয়

শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে তিন মাইল মোড় থেকে অভয়ারণ্যের মধ্য দিয়ে ১০ কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যাবে চটকপুর

এখানে রাত কাটাতে গেলে অবশ্যই আপনাকে হোমস্টেতে থাকতে হবে। হোমস্টের ব্যবস্থাও খুব উন্নত ও ভাল

তাছাড়াও ছোটখাটো বেশ কয়েকটি ভাল মানের হোটেল এখানে রয়েছে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন