টাকা নিয়ে আর থাকবে না কোনও চিন্তা!

শিশুদের ভবিষ্যতের স্বপ্নপূরণের জন্য একাধিক ‘চাইল্ড প্ল্যান’ রয়েছে LIC-র।

একলপ্তে বা মাসে মাসে বিনিয়োগ করা যায়। পলিসির মেয়াদে পলিসি হোল্ডারের মৃত্যু হলে সন্তানকে ডেথ বেনিফিট দেওয়া হয়।

এই প্ল্যানে বিনিয়োগ করা হয় মূলত ইক্যুইটি মার্কেটে। ডেট বা ব্ল্যালেন্সড ফান্ডেও বিনিয়োগ করা যায়।

সন্তান প্রাপ্তবয়স্ক হলে এবং পলিসি ম্যাচিউর করলে একসঙ্গে পুরো টাকা রিটার্ন হিসেবে দেওয়া হয়।

পলিসি হোল্ডারের মৃত্যুতে ডেথ বেনিফিট পাওয়া যায়। লক-ইন পিরিয়ড শেষ হওয়ার পর আংশিক উত্তোলনের অনুমতি মেলে।

নিউ জীবন আনন্দ এনডাওমেন্ট প্ল্যান, অর্থাৎ বিমা এবং সঞ্চয়, উভয় সুবিধাই মেলে।

মেয়াদ শেষ হলে ম্যাচিউরিটির টাকা সঙ্গে বোনাস দেওয়া হয়। এর মধ্যে বিমার টাকাও থাকে।

পলিসি মেয়াদে পলিসি হোল্ডারের দুর্ঘটনায় মৃত্যু হলে নমিনিকে ডেথ বেনিফিট দেওয়া হয়।

এতে সন্তান একদিকে যেমন আর্থিক সুরক্ষা পায়, তেমনই তাৎক্ষণিক অর্থের চাহিদাও মেটে।

এলআইসি নিউ চিলড্রেন মানিব্যাক প্ল্যান নিয়মিত ব্যবধানে টাকা ফেরত দেওয়া হয়।

এলআইসি জীবন তরুণ: এটা লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট প্ল্যান। সঞ্চয় এবং জীবন সুরক্ষা - দুটোই পাওয়া যায়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন