মশারা কেবল কানের কাছে এসেই কেন গুনগুন করে?

আমাদের ভাষায় যা ‘গান’, তা আসলে ওদের ডানা ঝাপটানো। কিন্তু কানের কাছেই কেন

আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মাইকেল রিহলে সত্য জানিয়েছেন।

সাধারণত স্ত্রী মশার ডানার শব্দ শোনা যায়। পুরুষ মশারা মূলত ফুলের মধু পান করে, মানুষের রক্ত না।

তবে স্ত্রী মশারা রক্ত পান করে। মিলনের পর ডিম্বাণু তৈরি করার জন্য শক্তি সঞ্চয় করতে হয়।

আর তারা দূর থেকে কার্বন ডাই-অক্সাইড চিনতে পারে।

কার্বন ডাই–অক্সাইডের সাহায্যেই স্ত্রী মশারা নিজেদের লক্ষ্য স্থির করে।

মানুষ তাদের উপরের অংশ দিয়েই কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে।

তাই স্ত্রী মশারা মাথার চারপাশেই ঘুরে বেড়ায়।

এছাড়া কানের কাছে যে দুর্গন্ধ থাকে। তা আকৃষ্ট করে ওই মশাদের।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন