ঘরোয়া এই ৫ হেয়ার-প্যাক ব্যবহার করলে ৭ দিনে দূর হবে খুসকি

বাতাসে আর্দ্রতার কারণে খুসকির সমস্যা বেড়ে যায়। সঙ্গে অনেকের স্ক্যাল্প ইনফেকশন-ও হয়।

এই সমস্যা থেকে বাঁচতে অনেকেই আস্থা রাখেন পার্লারের উপর। কিন্তু ঘরোয়া উপায়েও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

এই ৫টি ঘরোয়া মাস্ক ব্যবহারে মাত্র ৭ দিনেই দূর হবে খুসকি

দই, লেবু, মধুর মাস্ক- আধ কাপ দইয়ের সঙ্গে মধু এবং লেবুর রস মেশান। এরপর চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন

জবা এবং মেথির প্যাক- ১০-১২টির জবা পাতার সঙ্গে ১ টেবিল চামচ মেথি এবং আধ কাপ দই মেশান। সপ্তাহে ২-৩ দিন এই হেয়ার প্যাক ব্যবহার করুন।

কলা এবং মধুর মাস্ক-- কলা, মধু, লেবুর রস এবং অলিভ অয়েল ভাল করে মিশিয়ে মাথায় লাগান। ৩০ মিনিট  রেখে শ্যাম্পু করে ফেলুন।

হলুদ তেলের হেয়ার মাস্ক– ২ টেবিল চামচ হলুদ তেল এবং ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ স্ক্যাল্প এবং চুলে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করুন। ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন।

অ্যাভোকাডো মাস্ক- পাকা অ্যাভোকাডোর সঙ্গে অলিভ অয়েল এবং মধু মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন।  চুলে লাগানোর পর ৪৫ মিনিট মত রেখে ধুয়ে ফেলুন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন