টেস্ট, ওডিআই ও টি-২০ ক্রিকেটের ৩ ফম্যাটেই বিশ্বসেরা ভারত

টেস্ট ও টি-২০ আগে থেকেই এক নম্বরে ছিল ভারতীয় ক্রিকেট দল।

শুধু বাকি ছিল ওডিআইতে শীর্ষস্থান দখল কারাটা। এবার তাও হয়ে গেল।

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ মা হারলে তা আগেই হয়ে যেত।

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত-পাকিস্তানের ব্যবধান ছিল মাত্র ১ পয়েন্ট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত প্রথম ওডিআই জিততে পারলেই প্রথম স্থান পাকা ছিল।

মোহালিতে ৫ উইকেটে জিততেই পাকিস্তানের সিংহাসন কেড়ে নিল ভারত।

১১৬ পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দেশ এখন ভারত।

১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। তবে ভারতের লিড বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপের আগে বাবরদের কোনও খেলা নেই। ভারত আরও ২টি ওডিআই পাবে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন