উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, মাটিতে পড়ার আগেই বাচ্চা ফুটে উড়ে যায়, বলুন তো কোন পাখি
শুনতে অবাক লাগলেও এটা সত্যি। আসলে এই পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতিটাই ভিন্ন।
এই পাখি কোথায় পাওয়া যায়, কী এর নাম, এই তথ্য কিন্তু অনেকের কাছেই অজানা।
বিষ্ময়কর এই পাখির নাম হল হোমা। এই পাখি রেসিং হোমা নামে পরিচিত।এটি একটি বিদেশি পাখি।
হোমা পাখি বংশনুক্রমে সাউথ-ইস্ট এশিয়ার। এদেশে খুব একটা দেখতে পাওয়া যায় না।
কিন্তু ডিম পাড়ার পদ্ধতির জন্য হোমা জগৎ বিখ্যাত। এরা অনেক সময় ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়।
তবে বেশির ভাগ সময় অনেক উচু থেকে ডিম ফেলে দিয়ে বাচ্চা ফোটায় তারা।
হোমা পাখি উচু থেকে ডিম ফেলে দেয় বাচ্চা নষ্ট করার জন্য নয়। উড়ন্ত অবস্থায় ডিম ফেলে দেয়।
সেই ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা ডিম থেকে বের হয়ে উড়ে আবার তার মায়ের কাছে ফিরে যায়।
হোমা পাখি সাধারণত বিভিন্ন পাখির সাথে লড়াইয়ের কাজে ব্যবহার করা হয়। দাম ৩০০০টাকা থেকে ৫০০০ টাকা।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন