বাঙালি পেট রোগা যতই হোক, তাঁদের নামের পাশ থেকে খাদ্যরসিক তকমা কেউ কেড়ে নিতে পারবে না ৷

মুসুর ডাল আর আলু পোস্ত যতই থাক, সঙ্গে মুরগি-মাটন না হলে একেবারেই চলবে না ৷

কিন্তু মাংস ভাল করে বুজেশুনে কিনতে না পারলেই মুশকিল ৷

আবার ঘরে এমন মানুষও থাকতে পারেন যিনি নরম মাংস ছাড়া খেতে পারেন না ৷

এই উপায়ে মাংস রাঁধলে যত শক্তই মাংস হোক না কেন, সুসিদ্ধ হবেই

More Stories.

কোন শহরে ট্রাফিক সিগন্যাল নেই জানেন?

হুড়মুড়িয়ে কমবে 'ওজন'... 'এই' একটি পাতার স্যুপ করবে কামাল

রোজ খান, ডজন ডজন উপকারিতা

অনেকেই জানেন না, মাংস টুকরো করারও একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে ৷ ইচ্ছে মতো কেটে ফেললেই হল না ৷ মাংসের ফাইবার যে দিকে রয়েছে, সেইদিকেই কাটতে হবে ৷

টক দই আর পেঁপের পেস্টে রান্নার আগে মাংস অন্তত ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন ৷ যদি অনেকটা সময় থাকে তাবলে ৬-৭ ঘণ্টাও এভাবে রাখতে পারেন ৷

যদি ম্যারিনেট করার সুযোগ না থাকে, তাহলে শুধুমাত্র নুন মাখিয়ে ১-২ ঘণ্টা রেখে দিন ৷ এতেও নরম হবে মাংস ৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন